ঢাকা | বঙ্গাব্দ

সৈয়দপুরে রানওয়ের লাইনে শর্টসার্কিট

সৈয়দপুর বিমানবন্দরে রানওয়ের লাইনে শর্টসার্কিটের কারণে বিমান ওঠানামা সাময়িক বন্ধ রয়েছে।
  • | ১২ মে, ২০২৪
সৈয়দপুরে রানওয়ের লাইনে শর্টসার্কিট ফাইল ছবি

 সৈয়দপুর বিমানবন্দরে রানওয়ের লাইনে শর্টসার্কিটের কারণে বিমান ওঠানামা সাময়িক বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরে ঢাকাগামী দুই শতাধিক যাত্রী আটকা পড়েছেন।


রোববার (১২ মে) সোয়া ৫টার দিকে বিমানবন্দরের রানওয়ের লাইন শটসার্কিট হয়ে যাওয়ায় ওই রুটে বিমান ওঠানামা বন্ধ করা হয়।


সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, বিকেল সোয়া ৫টার পর হঠাৎ করে রানওয়ের লাইন শটসার্কিট হয়ে যায়। এরপর রানওয়ের বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। এ কারণে বিমান ওঠানামা সাময়িক বন্ধ রয়েছে। 


এতে ইউএস-বাংলার এবং নভোএয়ারের তিনটি ফ্লাইট নামতে পারেনি। এ ঘটনার পর বিমানবন্দরে ঢাকাগামী দুই শতাধিক যাত্রী আটকা পড়েছেন বলে জানান সৈয়দপুর বিমানবন্দরের ওই ম্যানেজার।