ঢাকা | বঙ্গাব্দ

প্রতিবেশী মেয়ের সঙ্গে কথা বলায় প্রাণ হারালো যুবক

প্রতিবেশী এক মেয়ের সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে ফরিদপুরের আলফাডাঙ্গায় চরডাঙ্গা গ্রামে শাহেদ নামে এক কিশোরকে হত্যা করা হয়।
  • | ১৩ মে, ২০২৪
প্রতিবেশী মেয়ের সঙ্গে কথা বলায় প্রাণ হারালো যুবক সংগৃহীত

প্রতিবেশী এক মেয়ের সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে ফরিদপুরের আলফাডাঙ্গায় চরডাঙ্গা গ্রামে শাহেদ নামে এক কিশোরকে হত্যা করা হয়। এই মামলায় ১৭ বছরের এক কিশোরের ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।


জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের জেলা ও দায়রা জজের বিচারক মো. হাফিজুর রহমান আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় এই রায় দেন। অভিযুক্ত কিশোরকে উন্নয়ন কেন্দ্রের আটকাদেশ বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা মূলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।


মামলা সূত্রে জানা যায়, জেলার আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা গ্রামের এক মেয়ের সঙ্গে কথা বলতেন প্রতিবেশী সৌদি প্রবাসী শেখ সাদির ছেলে শাহেদ শেখ। এ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। ২০২২ সালের ৩০ জানুয়ারি বেলা ১২টার দিকে শাহেদ বাড়ির পাশের মুদির দোকানে দাঁড়িয়ে থাকা ছিল। এ সময় প্রতিবেশী ওই মেয়ের পরিবারের লোকজন লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে তার ওপর অতর্কিত হামলা করে।


এতে শাহেদের মাথা ফেটে গুরুতর আহত হয়। আহত কিশোরকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থা অবনতি হলে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ওই দিন রাতে সে মারা যায়।


এই ঘটনায় নিহতের খালু লিটন খান বাদী হয়ে অভিযুক্তদের নামে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি স্বপন পাল বলেন, দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অভিযুক্ত কিশোরকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।


এদিকে নিহতের মা শিল্পী বেগম এই রায়ে সন্তুষ্টি না। এ নিয়ে উচ্চ আদালতে আপিল করাবেন বলে জানান তিনি।