ঢাকা | বঙ্গাব্দ

বলিউডে কাজ করছেন মধুমিতা

টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার এবার পা রাখতে চলেছেন বলিউড ইন্ডাস্ট্রিতে।
  • | ১৩ মে, ২০২৪
বলিউডে কাজ করছেন মধুমিতা সংগৃহীত

টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার এবার পা রাখতে চলেছেন বলিউড ইন্ডাস্ট্রিতে। শুধু সিনেমা নয়, হিন্দি ওয়েব সিরিজেও কাজ করতে দেখা যাবে জনপ্রিয় টিভি সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’-র পাখি খ্যাত এ অভিনেত্রী।


ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, একটি বলিউড সিনেমায় অভিনয়ের জন্য পছন্দ করা হয়েছে মধুমিতাকে। সম্প্রতি সিনেমাটির অডিশন পর্ব শেষ হয়েছে। খুব শিগগিরই শুরু হবে শুটিংয়ের জন্য প্রস্তুতি পর্ব। ভাষার জন্য প্রশিক্ষণও নেবেন অভিনেত্রী।


বলিউড সিনেমাটি নিশ্চিত হওয়া গেলেও হিন্দি ওয়েব সিরিজটির অডিশন রেজাল্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, ফাইনালি মধুমিতা কাজ করছেন কি না সিরিজটিতে।

 

এ বিষয়ে অভিনেত্রী বলেন, বলিউডে কাজ করার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল। তবে এর জন্য মুম্বাইয়ে গিয়ে কখনও কাজের চেষ্টা করিনি।


বলিউডে কাজ পাওয়া প্রসঙ্গে মধুমিতা বলেন, আমার সিনেমা 'চিনি'র একটি রিল ভাইরাল হয়েছিল। আর সেটা দেখেই পরিচালক আমার সঙ্গে যোগাযোগ করেন।

 

তিনি আরও বলেন, অন্য ভাষায় কাজ করা অবশ্যই একটা চ্যালেঞ্জ। বর্তমানে ক্যারিয়ারের যে পর্যায়ে আছি, তাতে এই চ্যালেঞ্জ আমার ভালো লেগেছে।


বলিউডে কাজ করলে বাংলা সিনেমা ছেড়ে দেবেন কি না এমন প্রশ্ন মধুমিতাকে করা হলে নায়িকা বলেন, হিন্দি সিনেমায় অভিনয় করলেও বাংলা সিনেমায় অভিনয় করা ছেড়ে দেব না। কারণ বাংলা ভাষা আমার প্রিয় মাতৃভাষা।