চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আ ন ম নুর রহমানকে কুপিয়ে জখম করার ঘটনায় দায়ের করা মামলার আসামি মো. বিল্লাল হোসেন (৫০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদের আদালতে বিল্লাল এ জবানবন্দি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আবদুল কাদের। তিনি জানান, পুলিশ আসামির বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চাইলেও আসামি স্বেচ্ছায় দোষ স্বীকার করায় আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে মামলার বাদী ও আহত খতিবের বড় ছেলে আদনান তাকি বলেন, “আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করছি।” তাঁর ছোট ভাই রায়হান রাহি জানিয়েছেন, “বাবা আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন।”
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ। বিকেলে চাঁদপুর জেলা জামায়াত শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। একই সময়ে “সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী” ব্যানারে একদল শিক্ষার্থী চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করে দেশব্যাপী হত্যাকাণ্ড, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে।
এদিকে শহরের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব শনিবার বিকেলে জেলা পর্যায়ের রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন। পুলিশ সুপার সবাইকে আহ্বান জানান, যেন এ ঘটনার জেরে কোনো বিশৃঙ্খলা না ঘটে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।
thebgbd.com/NIT