ঢাকা | বঙ্গাব্দ

পূর্ব-শত্রুতার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন!

রাজধানীর যাত্রাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে বাসার সামনেই এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
পূর্ব-শত্রুতার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন! ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা ছাপরা মসজিদ এলাকায় পূর্ব শত্রুতার জেরে বাসার সামনেই এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম ইকবাল (৪০)। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর নারায়ণ পাশা গ্রামের বাসিন্দা ছিলেন এবং বিবির বাগিচায় ভাড়া থাকতেন।


পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ইকবালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।


নিহতের স্ত্রী কুলসুম জানান, তাঁর স্বামী ব্যাটারিচালিত ইজিবাইক চালাতেন। তিনি অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে ইকবালের বন্ধু উজ্জ্বলসহ আরও কয়েকজন তার স্বামীর হাত, পা ও মাথায় এলোপাতাড়ি কোপায়, এরপর পালিয়ে যায়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও ইকবালকে বাঁচানো সম্ভব হয়নি।


পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে হত্যাকাণ্ডের মূল কারণ ও অভিযুক্তদের গ্রেপ্তার নিয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।


thebgbd.com/NA