ঢাকা | বঙ্গাব্দ

সোসিয়েদকে হারিয়ে ফাইনালে এক পা রিয়াল মাদ্রিদের

স্যান সেবাস্তিয়ানে ১-০ গোলের কষ্টার্জিত জয় তুলে নিয়েছে তারা।
  • নিজস্ব প্রতিবেদক | ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
সোসিয়েদকে হারিয়ে ফাইনালে এক পা রিয়াল মাদ্রিদের স্যান সেবাস্তিয়ান থেকে রিয়াল মাদ্রিদ হাসি নিয়ে ফিরেছে।

ফাইনালে উঠার বাধা একটা, সেই বাধার ধাপ দুইটা। সেমিফাইনাল নামক বাধার লেগ নামক ধাপের প্রথমেই বার্সেলোনা হোঁচট খেয়েছে। অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে গতরাতে যোগ করা সময়ে গোল হজম করে জয়বঞ্চিত হয়েছে দলটি। ড্রয়ের পর বেজায় বেজারই হয়েছিলেন দলটির কোচ হ্যান্সি ফ্লিক। কিন্তু বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ সেই ভুল করেনি।


কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে আজ রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। স্যান সেবাস্তিয়ানে ১-০ গোলের কষ্টার্জিত জয় তুলে নিয়েছে তারা। এই জয়ে এক পা গেল ফাইনালে, তাদের সঙ্গে সঙ্গে বার্সেলোনাও যদি দ্বিতীয় লেগের বাধা উতরে যেতে পারে তাহলেই একটা এল ক্লাসিকোর স্বাক্ষী হতে পারবে গোটা ফুটবল দুনিয়া।


লিগের শিরোপা দৌড়ে থাকতে হচ্ছে, লড়াই করতে হবে চ্যাম্পিয়ন্স লিগের জন্যও, আবার আছে চোট সমস্যা। সোসিয়েদাদের বিপক্ষে তুলনামূলক কম ‍গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল বস কার্লো আনচেলত্তি তাই প্রথম পছন্দের বেশির ভাগ ফুটবলারদের বাদ দিয়েই একাদশ সাজান। একাদশে সুযোগ পান এন্দরিক, আর্দা গুলার, ফ্রাস গার্সিয়ার মতো তারকারা।


ম্যাচে এন্দরিকের কাছ থেকেই আসে একমাত্র গোলটি। ১৯ মিনিটে জুড বেলিংহ্যামের অ্যাসিস্টে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গোল করেন। এক গোল করার বিপরীতে নিজেদের গোলরক্ষক আন্দ্রে লুনিনকে বেশ কয়েকবার কঠিন পরীক্ষা দিতে হয়েছে, অবশ্য তাতে ইউক্রেনিয়ান গোলরক্ষক পাশও করেছেন।


সোসিয়েদাদের বিপক্ষে রিয়ালের দ্বিতীয় লেগের ম্যাচটি আগামী ১ এপ্রিল। তার আগে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের মহারণসহ আরও ৬টি ম্যাচ খেলতে হবে। অ্যাতলেটিকোর সঙ্গে ৪-৪ গোলে ড্র করা বার্সেলোনা ফিরতি লেগের ম্যাচটি খেলবে ২ এপ্রিল। তার আগে তারা খেলবে ৭ ম্যাচ।


thebgbd.com/NIT