ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উপহার দিয়ে পশ্চিমবঙ্গে বিতর্কের জন্ম দিয়েছেন বিজেপির এক সংসদ সদস্য। ব্যারাকপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি মোদির হাতে তুলে দেন বিজেপির সংসদ সদস্য পবন সিং। এ নিয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মাঝে দেখা দিয়েছে রাজনৈতিক তর্কযুদ্ধ।
বুধবার (৮ মে) রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে বাংলায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনদিন পেরোতেই তার সভাতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উপহার দেওয়াকে কেন্দ্র করে সৃষ্টি হলো বিতর্ক। বিজেপির এক প্রার্থীর প্রচারণায় আসলে সেখানে তার হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বাঁধানো ছবি উপহার দেওয়া হয়। কিন্তু ছবি হস্তান্তরের সময় দেখা যায়, সেটি উল্টো করে ধরা।
পরে অবশ্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিষয়টি খেয়াল করে ছবিটি সোজা করে দেন। এ ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করে তৃণমূল লিখে, এরা নাকি বাংলার হৃদয়ে জায়গা করতে চায়!
সম্প্রতি বেশ কয়েকটি জনসভায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে উল্টো ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারি শোনা যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সন্দেশখালির দোষীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। এবার রবীন্দ্রনাথের ছবি বিতর্কে সে প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে স্থানীয় রাজনীতিবিদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় লেখেন, কেউ বলেছিল, উল্টো করে সোজা করা হবে।