ঢাকা | বঙ্গাব্দ

রমজান শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি

রমজান শুরু হতে যাচ্ছে, তাই শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছে জোরেশোরে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
রমজান শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি ছবি : সংগৃহীত

রমজান শুরু হতে যাচ্ছে, তাই শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছে জোরেশোরে। রোজা রাখার মানসিক ও শারীরিক প্রস্তুতির পাশাপাশি ইবাদত, বাজার-সদাই ও ঘর গোছানোর কাজ চলছে পুরোদমে।  


অনেকে রোজার সময়ের জন্য মুড়ি, ছোলা, খেজুর, দুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে রাখছেন। ইফতার ও সেহরির জন্য বিশেষ খাবারের পরিকল্পনাও করছেন অনেকে।  


মসজিদগুলো সাজানো হচ্ছে তারাবির নামাজের জন্য। হাফেজরা শেষ মুহূর্তে কোরআন মুখস্থ ঝালিয়ে নিচ্ছেন, আর সাধারণ মুসল্লিরা নামাজের প্রস্তুতি নিচ্ছেন।  


রোজার সঠিক নিয়ম জানার জন্য ইসলামিক বইপত্র পড়া ও আলেমদের পরামর্শ নেওয়ার প্রবণতাও দেখা যায়। একই সঙ্গে, ইবাদতের জন্য মন ও মনোযোগ তৈরি করছেন অনেকে।  


এই প্রস্তুতি শুধু দৈনন্দিন অভ্যাস বদলানোর জন্য নয়, বরং রমজানের পবিত্রতা অনুভব করে তা যথাযথভাবে পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ।


thebgbd.com/NA