ঢাকা | বঙ্গাব্দ

কসবায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ০১ মার্চ, ২০২৫
কসবায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি কসবার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে আল আমীন (৩২)।


শুক্রবার সন্ধ্যায় সীমান্তের ওপারে বিএসএফ কয়েকজন যুবকের দিকে রাবার বুলেট ছোড়ে। এতে আল আমীন আহত হন এবং পরে বিএসএফ তাকে ভারতের হাসপাতালে নেয়, যেখানে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। মরদেহ এখনো বিএসএফ ক্যাম্পে রয়েছে।


কসবা থানার ওসি আবদুল কাদির ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন, তবে বিজিবির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


thebgbd.com/NIT