ঢাকা | বঙ্গাব্দ

জেলেনস্কিকে বেরিয়ে যেতে বলা হয়!

হোয়াইট হাউসের এক কর্মী জানিয়েছেন, ট্রাম্পের উর্ধ্বতন কর্মকর্তারা জেলেনস্কিকে বের হয়ে যেতে বলেন।
  • অনলাইন ডেস্ক | ০১ মার্চ, ২০২৫
জেলেনস্কিকে বেরিয়ে যেতে বলা হয়! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রাশিয়ার সঙ্গে শান্তির জন্য প্রস্তুত না হওয়ায় ওভাল অফিসের আলোচনায় হৈ চৈ চিৎকারের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভলোদিমির জেলেনস্কির উপর ক্ষোভ প্রকাশ করেন এবং ইউক্রেনীয় এই নেতাকে হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হয়। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


এই অত্যাশ্চর্য বিতর্কের পর ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে হিমশিম খাচ্ছেন। রাশিয়ার আক্রমণ থেকে বেঁচে থাকার ক্ষমতা হঠাৎ করেই সন্দেহের মুখে পড়েছে। কারণ, জেলেনস্কি খনিজ চুক্তি ছাড়াই চলে যান। এটিকে মার্কিন-মধ্যস্থতায় যুদ্ধবিরতির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছিল।


ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে বৈঠকটি দ্রুত একটি প্রকাশ্য ‘বৈরী তর্ক-বিতর্কে’ পরিণত হয়। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম জেলেনস্কিকে ইউক্রেন সংঘাতের অবসানে আলোচনায় ‘অকৃতজ্ঞতা এবং অনিচ্ছার’ জন্য অভিযুক্ত করেন। প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেলেনস্কির প্রতি চিৎকার করে বলেন, তিন বছরের যুদ্ধে মার্কিন সাহায্যের জন্য তিনি ‘কৃতজ্ঞ’ নন।


এ সময় জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রতি ‘যথেষ্ট সম্মান ও কৃতজ্ঞতা’ দেখাতে ব্যর্থ হয়েছেন বলে ট্রাম্প মন্তব্য করলে জেডি ভ্যান্সও তর্কে যোগ দেন। জেলেনস্কিকে এই কথা জানিয়ে ট্রাম্প বলেন, মার্কিন সহায়তা ছাড়া ইউক্রেন রাশিয়ার দখলে যেতো। বৈঠকটি তিক্ত হয়ে ওঠে যখন ট্রাম্প জেলেনস্কিকে বলেন, তাকে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা করতে হবে। এরপর ইউক্রেনীয় নেতা এর বিরুদ্ধে জোরালো মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখা উচিত।


এর কিছুক্ষণ পরেই জেলেনস্কি চলে যান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘উত্তপ্ত' বৈঠকের পর পরিকল্পিত যৌথ সংবাদ সম্মেলন না করেই হোয়াইট হাউস ত্যাগ করেছেন ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাকৃতিক সম্পদ নিয়ে চুক্তিতে সইও করেননি। মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মী জানিয়েছেন, ট্রাম্পের উর্ধ্বতন কর্মকর্তারা জেলেনস্কিকে বের হয়ে যেতে বলেন।


সূত্র: এএফপি

 

এসজেড