ঢাকা | বঙ্গাব্দ

বিয়াম ভবনে এসি বিস্ফোরণে একজনের মৃত্যুর ঘটনায় নতুন মোড়

রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন ভবনের পঞ্চমতলায় গত বৃহস্পতিবার রাত ৩টা ১৫ মিনিটে এসি বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০২ মার্চ, ২০২৫
বিয়াম ভবনে এসি বিস্ফোরণে একজনের মৃত্যুর ঘটনায় নতুন মোড় ছবি : সংগৃহীত

রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন ভবনের পঞ্চমতলায় গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে এসি বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবদুল মালেক খান (৪০)। তিনি বিয়াম ভবনের প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।


গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। সংগঠনতইর সভাপতি ও সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, এ ঘটনায় পরিকল্পিত নাশকতা দেখার কথা জানিয়েছেন তিনি। 


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০৭নং কক্ষে অবস্থানরত অফিস সহায়ক মো. আব্দুল মালেকের অগ্নিদগ্ধ মৃতদেহ বিয়াম ফাউন্ডেশন ভবনের উত্তর দিকের রান্নাঘরের পাশে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। এ দুর্ঘটনায় ড্রাইভার ফারুক অগ্নিদগ্ধ হন। অগ্নিদগ্ধ ড্রাইভারকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে এবং নিহত অফিস সহায়ক মো. আব্দুল মালেকের মৃতদেহের ময়নাতদন্ত শেষে বিয়াম ফাউন্ডেশন ভবনের মাঠে ২৮ ফেব্রুয়ারি বিকাল ৪টা ১৫ মিনিটে জানাজা শেষে তার লাশ গ্রামের বাড়ি বাউফল উপজেলার কালিশুরিতে প্রেরণের ব্যবস্থা করা হয়।


আরও বলা হয়, ২৮ ফেব্রুয়ারি সকালে সমিতির সম্পাদকের মাধ্যমে অবহিত হয়ে আমি তাৎক্ষণিকভাবে ডিবি প্রধান জনাব রেজাউর করিম মল্লিকসহ অনেকের সাথে কথা বলি এবং ঘটনাস্থলে এসে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য, মহাপরিচালক, বিয়ামসহ অন্যান্যকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি হাতিরঝিল থানার ওসি, ডিজি বিয়াম, ঢাকার বিভাগীয় কমিশনার, ঢাকা জেলা প্রশাসকসহ সমিতির নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে সংগৃহীত সিসিটিভি ফুটেজ অবলোকন করি।


সিসিটিভির সংগৃহীত ফুটেজে দেখা যায়, ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাত অনুমান ২টা ৩০ মিনিটের সময় মাথায় ক্যাপ, মুখে মাস্ক, পায়ে স্যান্ডেল পরিহিত অবস্থায় মোজা পরা ও হাতে হ্যান্ড গ্লোবস পরা অনুমান ২৫-৩০ বছর বয়সী এক সন্দেহভাজন যুবক বিয়াম ভবন মাঠের পশ্চিম দিক থেকে এসে সিঁড়ি দিয়ে ৫ম তলায় চলে যায় এবং ওই তলার সিসিটিভি বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরে ৫০৪ নম্বর কক্ষে প্রচন্ড শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। কয়েক মুহূর্ত পরে উক্ত ব্যক্তি দ্রুত সিঁড়ি বেয়ে তৃতীয় তলায় একটি খোলা কক্ষে প্রবেশ করে এবং সেখানে সে প্রায় এক ঘন্টা অবস্থান করে নিরাপদে বিয়াম ভবন ত্যাগ করে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে প্রতীয়মান হয় যে, এটি একটি পরিকল্পিত নাশকতার ঘটনা। আমরা এই নাশকতার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং দ্রুত দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।



thebgbd.com/NA