ঢাকা | বঙ্গাব্দ

জাপানে দাবানল, হাজারো মানুষকে সরানো হচ্ছে

প্রায় ২ হাজার মানুষ বন্ধু বা আত্মীয়দের কাছে চলে গেছেন এবং ১২০০ জনেরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ০২ মার্চ, ২০২৫
জাপানে দাবানল, হাজারো মানুষকে সরানো হচ্ছে আগুন ১৮০০ হেক্টর জুড়ে ছড়িয়ে পড়েছে।

জাপানে তিন দশকের মধ্যে সবচেয়ে বড় দাবানলে উত্তরাঞ্চলের কিছু অংশ থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির একজন কর্মকর্তা জানিয়েছেন দাবানলে অন্তত একজনের মৃত্যু হয়েছে। টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


কর্মকর্তাদের মতে, উত্তর জাপানের ওফুনাটো শহরের আশেপাশের এলাকা থেকে প্রায় ২ হাজার মানুষ বন্ধু বা আত্মীয়দের কাছে চলে গেছেন এবং ১২০০ জনেরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার একজন মুখপাত্র শনিবার এএফপিকে বলেন, ‘আমরা এখনও ক্ষতিগ্রস্ত এলাকার আকার পরীক্ষা করছি, তবে হোক্কাইডোর কুশিরোতে ১৯৯২ সালের দাবানলের পর এটিই সবচেয়ে বড়।’ কিছু প্রতিবেদনে ধারণা করা হচ্ছে আগুন ১৮০০ হেক্টর জুড়ে ছড়িয়ে পড়েছে।


আকাশ থেকে তোলা এনএইচকে-র এক ফুটেজে দেখা গেছে, আগুন লাগার চার দিন পর সাদা ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। সামরিক হেলিকপ্টারগুলো সেগুলো নেভানোর চেষ্টা করছে। এখন পর্যন্ত একজনের পুড়ে যাওয়া দেহ পাওয়া গেছে। ৮০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সারা দেশ থেকে প্রায় ১৭০০ অগ্নিনির্বাপক কর্মী কাজ করছেন। 


সূত্র: এএফপি


এসজেড