ঢাকা | বঙ্গাব্দ

নতুন রাজনৈতিক দলে নতুনত্ব দেখছি না: নাসির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১৩ মার্চ, ২০২৫
নতুন রাজনৈতিক দলে নতুনত্ব দেখছি না: নাসির সংগৃহীত

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, "নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে যে দল গঠিত হয়েছে, সেখানে কোনো নতুনত্ব নেই। তাদের সাংগঠনিক কাঠামো, নেতৃত্ব নির্বাচন এবং পররাষ্ট্রনীতিতেও নতুন কিছু দেখা যায়নি।"


বৃহস্পতিবার (১৩ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।


চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন বলেন, "বিএনপির সংস্কারের সূচনা শহীদ জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে এবং তা অব্যাহত রয়েছে।"


অনুষ্ঠানে বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিনসহ অনেকে বক্তব্য দেন।


thebgbd.com/NIT