প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নিয়ে যান বিশেষ উপহার। হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠক শুরুর আগে সৌজন্য বিনিময়ের সময়েই ট্রাম্পের হাতে উপহার তুলে দেন জেলেনস্কি। কিন্তু পরের ঘটনাবলি তার পক্ষে যায়নি। ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে তিনি বিতণ্ডায় জড়িয়ে পড়েন। মাঝপথে বৈঠক থামিয়ে বেরিয়ে যান ওভাল অফিস থেকে। মধ্যাহ্নভোজনও করেননি। এসবের মাঝে তার দেওয়া সেই উপহার ম্লান হয়ে গিয়েছে। যে আশা নিয়ে উপহার নিয়ে যাওয়া, তাও ব্যর্থ হয়েছে।
ইউক্রেনের বক্সার আলেকজান্ডার উসিক গত বছর একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় জিতে লাভ করেন আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) বেল্ট। ইউক্রেনের ইতিহাসে এটি অন্যতম শ্রেষ্ঠ ক্রীড়া পুরস্কার বলে বিবেচিত। সেই বেল্টটি ট্রাম্পকে উপহার দেন জেলেনস্কি। বেল্টটির গুরুত্ব তার দেশের কাছে অপরিসীম। সেটি ট্রাম্পের জন্য নিয়ে এসে জেলেনস্কি বোঝাতে চেয়েছেন, যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ মিত্র দেশ হিসাবে দেখছে ইউক্রেন। কিন্তু এই উপহার দিয়েও লাভ হয়নি কোনও।
ট্রাম্প ও ভান্সের সঙ্গে তার কথোপকথনের যে সব ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতেও পিছন দিকের একটি টেবিলে ইউক্রেনের এই ইউএফসি বেল্ট দেখা গেছে। জেলেনস্কির দেওয়া উপহারকে ট্রাম্প পাত্তাই দেননি। উল্টো ইউক্রেনের প্রতিনিধি দলকে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে বলা হয়। তাদের যৌথ সাংবাদিক সম্মেলন বাতিল করে দেওয়া হয়। বাতিল হয় মধ্যাহ্নভোজ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি খনিজ চুক্তি স্বাক্ষর করতে যান জেলেনস্কি। ওই চুক্তির বিনিময়ে তিনি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দাবি করেন। কিন্তু ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে সমঝোতার পথে হাঁটার পরামর্শ দেন। জেলেনস্কি তাতে খুশি হতে পারেননি। তার অভিযোগ, অতীতে একাধিক বার রাশিয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এর পরেই ট্রাম্প এবং ভান্সের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় ইউক্রেনের প্রধানের। ট্রাম্প জানান, তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন জেলেনস্কি। চুক্তি স্বাক্ষর না করেই তিনি বেরিয়ে যান। তবে এই ঘটনার পর ইউরোপের একাধিক দেশকে পাশে পেয়েছেন জেলেনস্কি।
সূত্র: স্কাই নিউজ
এসজেড