ঢাকা | বঙ্গাব্দ

হেনরির বিধ্বংসী বোলিংয়ে ২৫০ ছুঁতে ব্যর্থ ভারত

ম্যাট হেনরির দাপুটে বোলিংয়ে প্রথম ইনিংসের নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২৪৯ রান করেছে রোহিত শর্মার দল।
  • নিজস্ব প্রতিবেদক | ০২ মার্চ, ২০২৫
হেনরির বিধ্বংসী বোলিংয়ে ২৫০ ছুঁতে ব্যর্থ ভারত সংগৃহীত

গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহ দাঁড় করাতে পারল না ভারত। ম্যাট হেনরির দাপুটে বোলিংয়ে প্রথম ইনিংসের নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২৪৯ রান করেছে রোহিত শর্মার দল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারত। দলীয় ১৫ রানে দুর্দান্ত ফর্মে থাকা শুভমান গিলের উইকেট হারায় তারা। রোহিত শর্মাও বেশিক্ষণ টিকতে পারেননি। কাইল জেমিসনের বলে পছন্দের পুল শট খেলতে গিয়ে স্কয়ার লেগে ইয়াংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

দ্রুত ২ উইকেট হারানোর পর হাল ধরতে পারেননি বিরাট কোহলিও। গত ম্যাচের সেঞ্চুরিয়ান আজ আউট হয়েছেন ১১ রান করে। ম্যাট হেনরির বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে অবিশ্বাস্য ক্যাচ ধরে কোহলিকে সাজঘরে ফেরান গ্লেন ফিলিপস।

চতুর্থ উইকেট জুটিতে হাল ধরেন অক্ষর প্যাটেল এবং শ্রেয়াস আইয়ার। ৩০ রানে ৩ উইকেট হারানোর পর ৯৮ রানের জুটি গড়েন তারা। এই দুজনের জুটিতে যখন বড় সংগ্রহের পথে এগোচ্ছিল ভারত, তখনই ব্রেকথ্রু এনে দেন পার্ট টাইম স্পিনার রাচিন রবীন্দ্র। উইকেটের অসম বাউন্সের বলি হয়ে ৪২ রান করে সাজঘরে ফেরেন অক্ষর।

অক্ষরের বিদায়ের পর পঞ্চম উইকেটে ৪৪ রানের জুটি গড়েন শ্রেয়াস আইয়ার এবং লোকেশ রাহুল। রানের গতি বাড়াতে গিয়ে এলোপাথারি শট মেরে আউট হন শ্রেয়াস আইয়ার। ৯৮ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৭৯ রান করে ফেরেন তিনি। আইয়ারের বিদায়ের পর দ্রুত ফেরেন লোকেশ রাহুল। ২৯ বলে ২৩ রান করে দলীয় ১৮২ রানে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার।

বল যত পুরনো হচ্ছিল, ব্যাটিং করা ততই কঠিন হয়ে উঠছিল। আর সে কারণেই হার্দিক পান্ডিয়া-রবীন্দ্র জাদেজাদের মতো পাওয়ার হিটাররা বাউন্ডারি মারতে পারছিলেন না। তবে হাল ছাড়েননি পান্ডিয়া। ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৫ বলে ৪৫ রানের ইনিংস খেলে দলকে ২৪৯ রানের সংগ্রহ এনে দেন। ২০ বলে ১৬ রান করেছেন জাদেজা।

নিউজিল্যান্ডের হয়ে ৮ ওভার বোলিং করে ৪২ রানে পাঁচ ইকেট নেন হেনরি। একটি করে উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার, উইলিয়াম ওরোর্ক, রাচিন রবীন্দ্র এবং কাইল জেমিসন।

thebgbd.com/NIT