ঢাকা | বঙ্গাব্দ

জাপানে ১,৭০০ দমকলকর্মী মোতায়েন

ওফুনাতো শহরের কাছে বৃহস্পতিবার থেকে আগুন প্রায় ২১০০ হেক্টর জমিতে ছড়িয়ে পড়েছে।
  • অনলাইন ডেস্ক | ০৩ মার্চ, ২০২৫
জাপানে ১,৭০০ দমকলকর্মী মোতায়েন ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ।

জাপানের কর্মকর্তারা জানিয়েছেন, তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়বহ দাবানলের বিরুদ্ধে লড়াই করছে দেশটি। আগুন নেভাতে প্রায় ১৭০০ অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করা হয়েছে। প্রায় ৪৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


উত্তরাঞ্চলীয় ইওয়াতে অঞ্চলে গত সপ্তাহে এই অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে যা এরইমধ্যে একজনের প্রাণ কেড়ে নিয়েছে। অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সোমবার (৩ মার্চ) জানিয়েছে, ওফুনাতো শহরের কাছে বৃহস্পতিবার থেকে আগুন প্রায় ২১০০ হেক্টর জমিতে ছড়িয়ে পড়েছে। টোকিওর ইউনিট সহ জাপানের ১৪টি অঞ্চলের দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। সেনাবাহিনীসহ ১৬টি হেলিকপ্টার আগুন নেভানোর চেষ্টা করছে।


কর্মকর্তাদের মতে, প্রায় ২ হাজার বন্ধু বা আত্মীয়দের কাছে থাকার জন্য এলাকা ছেড়ে চলে গেছে, এবং ১২০০ জনেরও বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। জাতীয় সম্প্রচারক এনএইচকে-র ওফুনাটো থেকে তোলা ভোরের এক ফুটেজে ভবনের কাছে কমলা রঙের আগুনের শিখা এবং বাতাসে সাদা ধোঁয়া উড়তে দেখা গেছে।


সূত্র: এএফপি


এসজেড