ঢাকা | বঙ্গাব্দ

‘ডেভিল হান্ট’ নাম পরিবর্তন নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র সচিব

  • নিজস্ব প্রতিবেদক | ০৩ মার্চ, ২০২৫
‘ডেভিল হান্ট’ নাম পরিবর্তন নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, ডেভিল হান্ট শব্দটি অপসারণের কোনো সিদ্ধান্ত হয়নি। কয়েকটি গণমাধ্যম যে সংবাদ প্রচার করেছে, তা সঠিক নয়।


আজ সোমবার (৩ মার্চ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, মোহাম্মদপুরে জুলাইয়ের আগে ১০ জন নিহত হয়েছে, এরপর নভেম্বরে দুইজন এবং জানুয়ারিতে একজন মারা গেছে। ফেব্রুয়ারিতে কোনো মৃত্যু ঘটেনি।


তিনি আরও বলেন, আগস্টের পর সরকার একটি দুর্বল পুলিশ বাহিনী পেয়েছে, যা এখন পুনর্গঠন করা হচ্ছে। ঢাকাকে বিশেষ গুরুত্ব দিয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে বেশি পেট্রোলিং করা হচ্ছে।


স্বরাষ্ট্র সচিব জানান, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা করছে এবং বাহিনীর সদস্যরা প্রতিদিন ১২-১৪ ঘণ্টা কাজ করছেন। এছাড়া, রমজান ও ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।


thebgbd.com/NIT