যুক্তরাষ্ট্র চাইছে, রাশিয়ার দাবির সামনে আত্মসমর্পণ করুক ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য সামরিক সাহায্য বন্ধ করায় এমনটাই মনে করছেন ইউক্রেনের সংসদের পররাষ্ট্র কমিটির প্রধান ওলেকজেন্ডার মেরেজকো। সংবাদ সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘বিষয়টি দেখতে খুব খারাপ লাগছে। দেখে মনে হচ্ছে তিনি (ট্রাম্প) আমাদের আত্মসমর্পণের দিকে ঠেলে দিচ্ছেন। আমরা যাতে রাশিয়ার দাবি মেনে নিই, সেই চেষ্টা চলছে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের প্রকাশ্য তর্কের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের নিয়ে আলোচনা শুরু হয়। মঙ্গলবার ভোরে জানা যায়, কিয়েভকে সামরিক সাহায্য দেওয়া বন্ধ করে দিয়েছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এএফপি-কে বলেন, ‘শান্তি ফেরানোর লক্ষ্যে স্থির প্রেসিডেন্ট। আমরা চাই আমাদের বন্ধুরাও সেই একই লক্ষ্যে স্থির থাকুক। আমরা তাই আপাতত সাহায্য বন্ধ রেখে তা পর্যালোচনা করছি, যাতে এর মাধ্যমে কোনও সমাধানের পথ বেরোয়।’
হোয়াইট হাউস থেকে সরকারি ভাবে এর কারণ জানানো না হলেও ওই কর্মকর্তার কথা থেকেই মার্কিন উদ্দেশ্য পরিষ্কার। হোয়াইট হাউস সূত্রে সংবাদ সংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র চায় রাশিয়ার সঙ্গে সংঘর্ষবিরতি চুক্তি নিয়ে আলোচনায় বসতে রাজি হোক ইউক্রেন। বস্তুত, হোয়াইট হাউসের বৈঠকেও জেলেনস্কিকে সমঝোতার পরামর্শ দেন ট্রাম্প এবং ভান্স। কিন্তু জেলেনস্কি তা মানতে পারেননি। পরে যৌথ বিবৃতির সময়েও রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কথা উঠে আসে।
সূত্র: এপি, এএফপি, রয়টার্স
এসজেড