ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অন্যরূপে হাজির হবেন এবার। তারই এক ঝলক দেখা গেছে ‘তুফান’ এর টিজারে। প্রিয় নায়কের এই লুকে নজর কেড়েছে সবার। তাইতো হুহু করে বেড়েছে ভিউয়ের সংখ্যা। এবার তার প্রাক্তন স্ত্রী বুবলী মন্তব্য করলেন শাকিবের আসন্ন সিনেমা নিয়ে।
শবনম বুবলীও দাঁপিয়ে কাজ করছেন সিনেমায়। প্রতিটি ঈদেই মুক্তি পাচ্ছে বুবলীর ছবি। দু হাতে কাজ বলা যায়। তিনি সম্প্রতি ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। জবাব দিয়েছেন সংবাদমাধ্যমের প্রশ্নে।
‘রাজকুমার’-এর মতো এবার ‘তুফান’ নিয়েও বুবলীকে প্রশ্ন করা হয়েছিল। তবে ‘তুফান’ নিয়ে তিনি সবটাই ইতিবাচক জবাব দিয়েছেন।
একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হয়েছে বুবলীর সাক্ষাৎকার। সেখানে ‘তুফান’ প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমরা তো জমজমাট ইন্ডাস্ট্রিই চাই সব সময়। এটি জমে ক্ষীর হবে, শুধু অপেক্ষা।’
তুফান’-এর টিজার সম্পর্কেও বুবলী বলেন, ‘সত্যিই খুব ভালো হয়েছে।’
পুরো সাক্ষাৎকারেই সামাজিক মাধ্যমে তাকে নিয়ে চলমান মন্তব্য এবং হেনস্তা নিয়ে কথা বলেন বুবলী। আর সামাজিক মাধ্যমে এসব কর্মকাণ্ডের জন্য আইনি পদক্ষেপও নিয়েছেন নায়িকা। করেছেন জিডি।
বর্তমানে অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে জংলী সিনেমার শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন বুবলী। রমজানের ঈদে শরিফুল রাজের সঙ্গে বুবলীর ‘দেয়ালের দেশ’ মুক্তি পেয়েছে। দর্শক নন্দিত হয়েছে সিনেমাটি।