ঢাকা | বঙ্গাব্দ

ট্রুডোর জন্য ট্রাম্পের ‘পাটকেল’

ট্রুডো যখন প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবেন, সঙ্গে সঙ্গেই পারস্পরিক শুল্ক একই পরিমাণ বাড়বে।
  • অনলাইন ডেস্ক | ০৫ মার্চ, ২০২৫
ট্রুডোর জন্য ট্রাম্পের ‘পাটকেল’ ট্রাম্প ও ট্রুডো।

কানাডার উপর আরও বেশি পরিমাণ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ‘গর্ভনর’ বলেও কটাক্ষ করেন তিনি। ট্রাম্পের বক্তব্য, মার্কিন পণ্যের উপর ‘প্রতিশোধমূলক শুল্ক’ আরোপ করা হলে, বাড়বে ‘পারস্পরিক শুল্ক’-এর পরিমাণ!


দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই প্রতিবেশী দেশ কানাডা এবং মেক্সিকোর উপর অতিরিক্ত শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন ট্রাম্প। কানাডা থেকে আসা পণ্যের উপর আমেরিকায় ২৫ শতাংশ শুল্ক ধার্য করেছেন তিনি। মঙ্গলবার (৪ মার্চ) মধ্যরাত থেকেই নতুন হারে শুল্ক কার্যকর করা হবে বলে জানায় ট্রাম্প প্রশাসন। জ্বালানি পণ্যের উপর ১০ শতাংশ আমদানি শুল্ক ধার্য করেছে তারা। বাকি পণ্যের ক্ষেত্রে সেই শুল্কের পরিমাণই ২৫ শতাংশ।


ট্রাম্পের ঘোষণার পরই পাল্টা শুল্ক চাপানোর কথা জানান ট্রুডো। যুক্তরাষ্ট্র থেকে আসা প্রসাধনী, যন্ত্রপাতি, ফল, ওয়াইনসহ ৩০ বিলিয়ন ডলার মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার কথা জানান কানাডার প্রধানমন্ত্রী। ২১ দিন পর, আরও বেশি মূল্যের মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপের কথাও বলে রেখেছেন তিনি। তারই প্রতিক্রিয়া দিয়ে ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প জানান, ট্রুডো যখন প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবেন, সঙ্গে সঙ্গেই পারস্পরিক শুল্ক একই পরিমাণ বাড়বে।


সূত্র: স্কাই নিউজ


এসজেড