ঢাকা | বঙ্গাব্দ

অ্যালিসনের দুর্দান্ত গোলকিপিংয়ে জয় পেল লিভারপুল

প্যারিসে ফরাসি ক্লাব পিএসজির বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে লিভারপুল।
  • নিজস্ব প্রতিবেদক | ০৬ মার্চ, ২০২৫
অ্যালিসনের দুর্দান্ত গোলকিপিংয়ে জয় পেল লিভারপুল ম্যাচ জয়ের পর নায়ক অ্যালিসনকে জড়িয়ে ধরেন গোলস্কোরার এলিয়ট।

ফুটবলে মাঝে মাঝে একজন গোলকিপারের ভূমিকা লক্ষ্য করা যায় না। তবে কিছু ম্যাচ আছে গোলকিপারের জন্যই দল জয় পেয়ে থাকে। এমনটাই ঘটেছে বুধবার (৫ মার্চ)। প্যারিসে ফরাসি ক্লাব পিএসজির বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে লিভারপুল। পুরো ম্যাচে অসাধারণ সব সেভ করে লিভারপুলের জয়ে মূল ভূমিকা রেখেছেন দলটির ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন।


পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে অ্যালিসনের গোল মুখে ২৭টি আক্রমণ তুলেছেন স্বাগতিক দলের ফুটবলাররা। যার মধ্যে ১০টি শট ছিল গোল হওয়ার মতো। দেম্বেলে ও কাভারাস্তখেলিয়া চারটি শট থেকে নির্ঘাত গোল পেতে পারত। কিন্তু অ্যালিসন তা হতে দেননি।


অন্যদিকে স্লটের লিভারপুল মাত্র একটি ভালো আক্রমণ করেই পেয়ে গেছে একটি গোল। ম্যাচের ৮৭তম মিনিটে লিভারপুলের হয়ে গোল করেন হার্ভে এলিয়ট।


অ্যালিসন পিএসজির বিপক্ষে পুরো ম্যাচজুড়ে যেভাবে সেভ করেছেন, তার জন্য এই ব্রাজিলিয়ানকে আলাদা কোনো উপাধি দিতেই পারে লিভারপুল। অ্যালিসনের অবিশ্বাস্য সব সেভ আর পিএসজি ফুটবলারদের কিছু ভুল যদি না হতো, তাহলে লিভারপুল এই ম্যাচে ১০টি গোলও হজম করতে পারতো।


পিএসজির বিপক্ষে প্রথম লেগ জিতে এগিয়ে থাকল লিভারপুল। আগামী সপ্তাহে ঘরের মাঠে খেলবে অল রেডরা। এই এক গোলের লিড সেই ম্যাচে অনেক গুরুত্ব বহন করবে। আর লিভারপুল সেরা ছন্দে থাকলে পিএসজিকে ঘরের মাঠে উড়িয়েও দিতে পারে। 


thebgbd.com/NIT