ঢাকা | বঙ্গাব্দ

শ্রীলঙ্কা সফরের সূচি ঘোষণা করল ভারত

শ্রীলঙ্কা সিরিজ দিয়েই ভারতের কোচ হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন গম্ভীর।
  • | ১২ জুলাই, ২০২৪
শ্রীলঙ্কা সফরের সূচি ঘোষণা করল ভারত সংগৃহীত

রাহুল দ্রাবিড় দায়িত্ব ছাড়ার পর এবার ভারতের কোচ হিসেবে দেখা যাবে গৌতম গম্ভীরকে। শ্রীলঙ্কা সিরিজ দিয়েই ভারতের কোচ হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন গম্ভীর।


বৃহস্পতিবার (১১ জুলাই) শ্রীলঙ্কা সিরিজের সূচি ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারত-শ্রীলঙ্কার সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। সিরিজের প্রথম দুটি ম্যাচই হবে পরপর দুদিন ২৬ ও ২৭ জুলাই। 


এরপর ওয়ানডে সিরিজ শুরু হবে ১ আগস্ট থেকে। দুদিনের বিরতি দিয়ে দ্বিতীয় ম্যাচ ৪ আগস্ট। আর সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ আগস্ট। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই হবে পাল্লেকেলে স্টেডিয়ামে। ওয়ানডে অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।


ভারত এর আগে সর্বশেষ শ্রীলঙ্কা সফর করেছে ২০২১ সালের জুলাই মাসে। সেটাও ছিল সীমিত ওভারের সিরিজ। সেই সময় ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দ্রাবিড়। অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছিল শিখর ধাওয়ানকে।


সেই সফরে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছিল ভারত। একই ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজকে ভারতকে হারিয়ে দিয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা।