ঢাকা | বঙ্গাব্দ

বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে কর্মবিরতিতে কর্মচারীরা

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ০৬ মার্চ, ২০২৫
বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে কর্মবিরতিতে কর্মচারীরা ছবি : সংগৃহীত।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।


আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল থেকেই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মীরা কাজ বন্ধ রেখে প্রতিবাদ জানাচ্ছেন। তাদের প্রধান দাবি, চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে পদত্যাগ করতে হবে।


এদিকে, এখনো পর্যন্ত বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের কেউ অফিসে উপস্থিত হননি।


অন্যদিকে, বিনিয়োগকারীদের একাংশও আজ বিএসইসি কার্যালয়ের সামনে জড়ো হয়ে আন্দোলন করছেন। তারাও চেয়ারম্যানের অপসারণের দাবি তুলেছেন।


এর আগে, গত মঙ্গলবার বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এর পরদিন, বুধবার, কর্মকর্তারা বিক্ষোভে অংশ নিয়ে চেয়ারম্যানের পদত্যাগের আহ্বান জানান।



thebgbd.com/NA