ঢাকা | বঙ্গাব্দ

জনগণ উচ্ছৃঙ্খল হয়ে পড়লে সবকিছু নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়: স্বরাষ্ট্র উপদেষ্টা

বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
  • নিজস্ব প্রতিবেদক | ০৬ মার্চ, ২০২৫
জনগণ উচ্ছৃঙ্খল হয়ে পড়লে সবকিছু নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি : সংগৃহীত।

মব জাস্টিস, লুটপাট, ডাকাতি, ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "যারা মব জাস্টিস করছে, তাদের আইনের আওতায় আনা হচ্ছে। কিন্তু জনগণ যদি উচ্ছৃঙ্খল হয়ে পড়ে, তাহলে অনেক সময় বাহিনী দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়।"


বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে রাজধানীর পুরানা পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


সাম্প্রতিক সময়ে রাজধানী গুলশানে এক বাসায় তল্লাশির নামে লুটপাট ও ভাঙচুর, ভাটারায় ইরানের দুই নাগরিকসহ তিনজনকে মারধর, এবং চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা উল্লেখ করে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "এ ধরনের ঘটনা ঘটছে, তবে যেখানে হচ্ছে সেখানেই আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে। জনগণকে সচেতন করা জরুরি, কারণ সবকিছু বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।"


তিনি আরও বলেন, "বাড়িতে হুট করে অভিযানের নামে লুটপাটের কোনো এখতিয়ার আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও নেই। এ ধরনের কার্যকলাপ কঠোরভাবে দমন করা হবে।"


সাম্প্রতিক সময়ে মহাসড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা নিয়ে তিনি জানান, "বিশেষ করে ঢাকা-রাজশাহী ও টাঙ্গাইল রুটে ডাকাতির প্রবণতা বেশি। এসব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরও তৎপর করা হয়েছে।"


ঈদকে সামনে রেখে চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।


ট্যুরিস্ট পুলিশের জনবল সংকট ও অবকাঠামোর ঘাটতির কথা তুলে ধরে তিনি বলেন, "তাদের নিজস্ব কোনো থানা নেই, ভাড়া ভবনে থাকছে। যানবাহনেরও অভাব রয়েছে।" তবে, ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলেও তিনি মন্তব্য করেন।


thebgbd.com/NA