ঢাকা | বঙ্গাব্দ

আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

ভারত সফর শেষে আজ সোমবার (১০ জুন) রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  • | ১০ জুন, ২০২৪
আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

ভারত সফর শেষে আজ সোমবার (১০ জুন) রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত ৮টায় তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।


এর আগে, ভারতের টানা তৃতীয়বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে শনিবার ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। অন্য বিশ্ব নেতাদের সঙ্গে তিনিও শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন। 


শপথ অনুষ্ঠানে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির সংক্ষিপ্ত সাক্ষাত হয়। এসময় দুই নেতা হ্যান্ডশেক করেন। পরে একে অপরের খোঁজ খবর নেন। পরে মোদি শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি ভবনের ব্যাঙ্কোয়েট হলে যান। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশভোজে যোগ দেন।


এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম সঙ্গী ছিলেন তার মেয়ে সায়মা ওয়াজেদ। এছাড়া শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস ও সিসিলির শীর্ষ নেতারাও মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।