ঢাকা | বঙ্গাব্দ

নিষিদ্ধ হিজবুত তাহরীর ৩ সক্রিয় সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তারকৃতরা হলেন মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) এবং মাহমুদুল হাসান (২১)। তারা বুধবার রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার হন।
  • নিজস্ব প্রতিবেদক | ০৭ মার্চ, ২০২৫
নিষিদ্ধ হিজবুত তাহরীর ৩ সক্রিয় সদস্য গ্রেপ্তার সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসি ইউনিট উত্তরা পশ্চিম থানার সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) এবং মাহমুদুল হাসান (২১)। তারা বুধবার রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার হন।


ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স ডিসি মুহাম্মদ তালেবুর রহমান আজ শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় হিযবুত তাহরীরের সদস্যরা ‘মার্চ ফর খিলাফা’ নামে একটি সমাবেশ আয়োজনের পরিকল্পনা করছে।


এ উদ্দেশ্যে সিটিটিসির অভিযানিক টিম ওই এলাকায় গিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে কিছু আলামত জব্দ করা হয়েছে, যা থেকে প্রাথমিকভাবে এই তথ্যের সত্যতা পাওয়া যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) অনুযায়ী মামলা করা হয়েছে।


এছাড়া সিটিটিসি আরও জানিয়েছে, গ্রেপ্তারদের সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


thebgbd.com/NIT