দিনাজপুরের বিরামপুরের পিকআপভ্যানের ধাক্কায় জাহিদুল ইসলাম (৫০) নামে বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৩ মে) রাত ৯টার দিকে উপজেলার কলাবাগান এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম উপজেলার পলিপ্রয়াগপুর গ্রামের আয়োজ উদ্দিনের ছেলে।
বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, নিহত জাহিদুল বিরামপুর বাজার থেকে বাইসাইকেল যোগে রাতে বাসায় ফেরার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপভ্যান তার বাইসাইকেলে সজোর ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে সে গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।