প্রায় ৩ বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি হ্যাবারকে দেওয়া এক সাক্ষাৎকারে মঙ্গলবার এরদোগান এ কথা বলেন। খবর তাসের।
তিনি বলেন, ইউক্রেন যেমন আমাদের প্রতিবেশী, রাশিয়াও তেমনি আমাদের প্রতিবেশী। এ কারণের দুই প্রতিবেশীর মধ্যে চলা দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসন করতে চাই। এরদোগান বলেন, তুরস্ক ইউক্রেনের একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য মধ্যস্থতা করতে প্রস্তুত। তুরস্ক চায় উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি সামাধান খুঁজে বের করতে।
তিনি আরো বলেন, দুই প্রতিবেশীর সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখতে চাই। আশা করি, আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি করতে পারবো। এর মধ্য দিয়ে আমরা গোটা বিশ্বে শান্তি বজায় রাখতে সক্ষম হবো।