ঢাকা | বঙ্গাব্দ

৩ দিন আটকে রেখে অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

নরসিংদীতে ২৩ বছর বয়সী ৭ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে ৩ দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ মার্চ, ২০২৫
৩ দিন আটকে রেখে অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ ছবি : সংগৃহীত।

নরসিংদীতে ২৩ বছর বয়সী ৭ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে ৩ দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাতে ভোক্তভোগী ওই নারী বাদী হয়ে দুই জনের নামসহ অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে চাঞ্চল্যকর এ ঘটনার মূলহোতা ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ।


পুলিশ জানায়, অন্তঃসত্ত্বা ওই নারীর স্বামী জেলে থাকায় জামিন করানোর কথা বলে পাচদোনার একটি ভবনের আল আরাফা ব্যাংকের ২য় তলায় একটি রুমে ডেকে আনে ইকবাল। পরে সেখানে প্রথমে ভিতর থেকে দরজা লাগিয়ে ইকবাল ধর্ষণ করে। পরে ওই নারীকে পানির সাথে ঔষুধ মিশিয়ে খাওয়ানোর পর পুনরায় ধর্ষণ করে উকিল পরিচয় দেয়া পাপ্পুসহ অজ্ঞাত ৩ জন। জ্ঞান ফিরলে ওই ৪ জন ও নিজেকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়। এরপর জোর করে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে ১৯ ফেব্রুয়ারি থেকে ২১ তারিখ পর্যন্ত তাকে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। 


মাধবদী থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে অভিযান চালিয়ে ইকবাল নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার সাথে জড়িত বাকি আসামিদেরও দ্রুত আইনে আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত আছে। 


thebgbd.com/NA