বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষণের বিচার নিশ্চিত না করা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
আজ রোববার দুপুর সাড়ে ১২টায় বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন। এসময় আজকের মত আন্দোলন স্থগিত করা হয়। সকাল সাড়ে ১১টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের শাস্তির দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের প্যারিস রোডে থেকে বিক্ষোভ শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে তারা।
শিক্ষার্থীরা বলেন, নারীদের নিরাপত্তা না দিতে পারলে এই সরকারের প্রয়োজন নেই৷ ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে৷ অন্তর্বর্তীকালীন সরকার কে সবার আগে নারীদের নিরাপত্তা দিতে হবে। তারপর অন্য কাজ করতে হবে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। বিশেষ ট্রাইব্যুনাল করে ধর্ষকের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
thebgbd.com/NA