ঢাকা | বঙ্গাব্দ

চেয়ারম্যান প্রার্থী ও তাঁর গাড়িচালক অস্ত্রসহ গ্রেপ্তার

অবৈধ অস্ত্রসহ বরগুনার বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু ও তার গাড়িচালক নুরুন নবী বাবু গ্রেপ্তার করেছে পুলিশ।
  • | ১৪ মে, ২০২৪
চেয়ারম্যান প্রার্থী ও তাঁর গাড়িচালক অস্ত্রসহ গ্রেপ্তার ফাইল ছবি

অবৈধ অস্ত্রসহ বরগুনার বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু ও তার গাড়িচালক নুরুন নবী বাবু গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে পুলিশ।


এর আগে গতকাল সোমবার রাত ৮টার দিকে তাঁদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।


ওসি বলেন, গতকাল সোমবার সন্ধ্যার দিকে একটি প্রাইভেট কার দ্রুত গতিতে চলছে দেখা যায়। এ সময় সন্দেহ হলে গাড়ির গতিরোধ করে তল্লাশি করা হয়। তখন চালকের সিটের নিচে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় গুলিসহ একটি রিভলভার উদ্ধার করা হয়।


ওসি আরও বলেন, পরে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে জিজ্ঞাসা করার পর গাড়িচালক অস্ত্রটি রাখার কথা স্বীকার করেন।


শপিং ব্যাগে থাকা রিভলভারটি উপজেলা চেয়ারম্যান প্রার্থী লিটুর পরিহিত একটি গেঞ্জিতে প্যাঁচানো অবস্থায় থাকায় তাঁকেও আসামি করা হয়। আজ তাঁদের দুজনকে আদালতে পাঠানো হবে।