ঢাকা | বঙ্গাব্দ

পারস্পরিক ভিসা ব্যবস্থা উন্নত করবে চীন-রাশিয়া

রাশিয়ায় নিযুক্ত চীনা কূটনীতিক বলেন, আমরা উভয় দেশের নাগরিকদের জন্য ভ্রমণকে আরো সুবিধাজনক করে তুলতে চাই।
  • অনলাইন ডেস্ক | ০৯ মার্চ, ২০২৫
পারস্পরিক ভিসা ব্যবস্থা উন্নত করবে চীন-রাশিয়া চীন রাশিয়া সম্পর্ক।

রাশিয়ায় চীনের চার্জ ডি’অ্যাফেয়ার্স ঝাং ওয়েই রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে বলেছেন, চীন ও রাশিয়া ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছে এবং ভিসা প্রদানের জন্য শর্তাবলী সর্বোত্তম করার চেষ্টা করা হবে। মস্কো থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানায়।


রাশিয়ায় নিযুক্ত চীনা কূটনীতিক বলেন, আমরা উভয় দেশের নাগরিকদের জন্য ভ্রমণকে আরো সুবিধাজনক করে তুলতে চাই। যাতে তারা আরো ঘন ঘন একে অপরের সঙ্গে দেখা করতে এবং উভয় দেশ ভ্রমণ করতে করতে পারে। আমি মনে করি, এটি চীন এবং রাশিয়ার প্রতিটি নাগরিকের ইচ্ছা। 


তিনি আরো বলেন, ‘আমরা এখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এবং ভিসা ব্যবস্থাকে সর্বোত্তম করার এবং দুই দেশের নাগরিকদের ভ্রমণের জন্য আরো আরামদায়ক পরিস্থিতি তৈরি করার জন্য কাজ করছি। দুই দেশের  বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণের চেষ্টা  করা হবে।’


সূত্র: তাস


এসজেড