যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে মাতামাতি কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ডোনাল্ড লু একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। তাকে নিয়ে বাংলাদেশে এতো মাতামাতি কেন?
ওবায়দুল কাদের বলেন, তাদের (যুক্তরাষ্ট্রের) অ্যাজেন্ডা আছে। সে সব নিয়ে এসেছেন। সেগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। আমরা কাউকে দাওয়াত করে ডাকিনি।
মঙ্গলবার সচিবালয়ের নিজ দপ্তরে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
ডোনাল্ড লুর সফরের দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদেরের বলেন, আমরা কোনো ভিসা নীতি, নিষেধাজ্ঞার পরোয়া করি না।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বলেও এ সময় মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
দুই দিনের সফরে মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু। গত জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের বড় কোনও কর্মকর্তার বাংলাদেশ সফর হয়নি। সেক্ষেত্রে ডোনাল্ড লুর সফরটি হবে উচ্চ পর্যায়ের প্রথম সফর।
ঢাকা সফরে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে দেখা করবেন ডোনাল্ড লু।
দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
ওবায়দুল কাদের বলেন, ভারতের পণ্য বর্জনের ডাক বিএনপির ব্যর্থ চেষ্টা। তাদের লোকেরাই বর্জন করবে না। এ কর্মসূচিতে তারা সফল হবে না। কারণ, ভারতের পণ্য ছাড়া চলবে না।
হাতে কোনো ইস্যু না থাকায় বিএনপির উদ্ভট চিন্তা করছে এবং খড়কুটো ধরে বাঁচতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
কাদের বলেন, বিএনপি ও তাদের সমমনাদের আন্দোলনের ডাকে জনগণের সাড়া নেই। সম্প্রতি ঢাকায় তাদের দুটো সমাবেশই ফ্লপ। নেতাদের ওপর আস্থা না থাকায় কর্মীরা হতাশ। সে কারণেই বিএনপির কর্মীরা তাদের সমাবেশে যোগ দেয় না।