ঈদযাত্রায় চুরি-ছিনতাই অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে, সেজন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে র্যাব।
শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাদ্দাম মার্কেট এলাকায় চেকপোস্ট কার্যক্রম পর্যবেক্ষণ শেষে র্যাব প্রধান এসব কথা বলেন। তিনি জানান, রমজান মাসজুড়ে র্যাবের টহল কার্যক্রম চলেছে এবং ঈদের পরও এটি অব্যাহত থাকবে। বিশেষ করে বিনোদন কেন্দ্রগুলোতে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে র্যাব সজাগ থাকবে।
তিনি আরও বলেন, ‘প্রতিটি উৎসবেই অপরাধীরা সক্রিয় হওয়ার চেষ্টা করে। তবে র্যাবের কার্যকর পদক্ষেপের কারণে এবার ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনা তেমন ঘটেনি। র্যাব নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনার মাধ্যমে ঈদযাত্রা নিরাপদ রাখার জন্য কাজ করে যাচ্ছে।’
এ সময় র্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
thebgbd.com/NA