ঢাকা | বঙ্গাব্দ

সব পদ হারালেন বিএনপির দুই নেতা

  • নিজস্ব প্রতিবেদক | ০৯ মার্চ, ২০২৫
সব পদ হারালেন বিএনপির দুই নেতা ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুই নেতাকে বহিষ্কার করেছে।


রোববার (৯ মার্চ) দলটির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত দুই নেতা হলেন নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা ও যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজী।


সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং বিএনপির নীতি ও আদর্শের পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার কারণে তাদের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


thebgbd.com/NIT