ঢাকা | বঙ্গাব্দ

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম মিলবে শুধু অনলাইনে, আরও যা জানার আছে

এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ মার্চ, ২০২৫
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম মিলবে শুধু অনলাইনে, আরও যা জানার আছে ফাইল ছবি

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৪ মার্চ থেকে। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।


রোববার (৯ মার্চ) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ তথ্য জানান।


রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট ২০ মার্চ বিক্রি হবে।


এছাড়া, চাঁদ দেখার ভিত্তিতে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যাত্রীদের সুবিধার্থে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগেই প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।


একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন, তবে টিকিট রিফান্ডের কোনো সুযোগ থাকবে না।


সভায় রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


thebgbd.com/NIT