ঢাকা | বঙ্গাব্দ

শাহরুখের সঙ্গে শাকিবের তুলনা

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে সিনেমায় খুব বেশি দেখা না গেলেও বড় কিছুর পরিকল্পনা করছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ মার্চ, ২০২৫
শাহরুখের সঙ্গে শাকিবের তুলনা ছবি : সংগৃহীত।

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে সিনেমায় খুব বেশি দেখা না গেলেও বড় কিছুর পরিকল্পনা করছেন। এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, নতুন কাজ নিয়ে ভাবছেন, তবে এখনই বিস্তারিত জানাতে চান না।


অপু বিশ্বাস বলেন, “বড় একটা কাজের পরিকল্পনা আছে। জানি না, কতটা সফল হবে। তাই আগে থেকে কিছু বলতে চাই না। আমি তো অনেকটাই আনলাকি।”


বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে তিনি জানান, বিভিন্ন এন্ডোরসমেন্টে কাজ করলেও শো-রুম উদ্বোধনের মতো কার্যক্রম কমিয়ে দিয়েছেন। ভবিষ্যতে আরও ভালো কিছু করতে হলে নিজেকে এক্সক্লুসিভ করা জরুরি বলেও মনে করেন তিনি।


শাকিব খানের প্রসঙ্গে কথা বলতে গিয়ে অপু বিশ্বাস বলেন, “দর্শকরা আমাদের যত কম কাছে পাবে, তত বেশি সিনেমাহলে গিয়ে দেখার আগ্রহ বাড়বে। এটা অপ্রিয় হলেও সত্য, শাকিব খানের ক্ষেত্রেও বারবার ঘটে আসছে।”


ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা দেখতে যাবেন কি না, এমন প্রশ্নে অপু বলেন, “হ্যাঁ, ইচ্ছে আছে দেখার। ট্রেলার দেখে দুর্দান্ত লেগেছে। দেখার পরই আমি প্রথম ফেসবুকে শেয়ার করেছি।”


শাকিব খানকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করে তিনি আরও বলেন, “আগে বলতাম, আমি শাহরুখ খানের ফ্যান। এখন তো আমার ঘরেই শাহরুখ খান আছে, আমি তারও ফ্যান। আমার কাছে শাকিবই শাহরুখ খান।”



thebgbd.com/NA