ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১ মার্চ এক বিবৃতিতে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, “গত ৬ মার্চ রাতে সিলেট সীমান্তে ভারতের অভ্যন্তরে শাহেদ এবং ৮ মার্চ পঞ্চগড়ের ভিতরগড় সীমান্তে আল-আমিনকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। এছাড়া, ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ও ২৭ ফেব্রুয়ারি ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আরও হত্যাকাণ্ড ঘটিয়েছে বিএসএফ।”
তিনি অভিযোগ করেন, “২০২৪ সালে বিএসএফ ইতোমধ্যে ১৯ জন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে, যার মধ্যে বিজিবির এক সদস্যও রয়েছেন। ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও সীমান্ত হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে।”
মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর প্রতিবেদনের তথ্য তুলে ধরে তিনি জানান, ২০০৯ থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত বিএসএফ ৫৮৮ জন বাংলাদেশিকে হত্যা করেছে এবং আহত করেছে ৭৭৩ জনকে।
পরওয়ার আরও বলেন, “বাংলাদেশ সরকার যদি শক্তিশালী পররাষ্ট্রনীতি গ্রহণ করত, তাহলে ভারত বারবার এই হত্যাকাণ্ড চালানোর সাহস পেত না। আমরা জাতিসঙ্ঘের মাধ্যমে সীমান্তে হওয়া সকল হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত ও বিচার দাবি করছি।”
তিনি ভারত সরকারের প্রতি আহ্বান জানান, “সীমান্ত হত্যা বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।”
thebgbd.com/NA