ঢাকা | বঙ্গাব্দ

লেবাননে যুদ্ধবিরতি হতে পারে

মিকাতি বলেন, ১৭০১ নম্বর প্রস্তাবের পূর্ণ বাস্তবায়ন দক্ষিণ লেবাননে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার পথ সহজ করবে।
  • | ০২ নভেম্বর, ২০২৪
লেবাননে যুদ্ধবিরতি হতে পারে লেবাননে শিগগিরই যুদ্ধবিরতি।

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি আশা প্রকাশ করেছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে তার দেশে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হতে পারে। কয়েকটি গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মিকাতি এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধ এড়ানোর বিষয়ে ওয়াশিংটনের দায়িত্বপ্রাপ্ত শীর্ষ দূত আমোস হোচস্টেইন ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য অধিকৃত অঞ্চলে রয়েছেন। খবর রয়টার্সের। 


মিকাতি বলেন, যুদ্ধবিরতির জন্য আমাদের শর্ত হলো- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব বাস্তবায়ন এবং দেশের সীমান্তে লেবাননের সেনাবাহিনী মোতায়েন। তিনি বলেন, আমরা এটি বাস্তবায়নের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। নাজিব মিকাতি বলেন, ১৭০১ নম্বর প্রস্তাবের পূর্ণ বাস্তবায়ন দক্ষিণ লেবাননে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার পথ সহজ করবে। তবে সেই যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের গ্যারান্টি থাকতে হবে। 


জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব বাস্তবায়নের জন্য ক্ষেত্র প্রস্তুত করতে লেবাননের হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করেছে। তবে নেতানিয়াহু ও যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের নতুন দ্বন্দ্বের কারণে সে প্রস্তাব বাস্তবায়ন নাও হতে পারে।