নারায়ণগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সংগঠক মো. জিদানসহ দুজনকে ইয়াবাসহ আটক করেছে যৌথ বাহিনী। রোববার দুপুরে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জিদান খানপুর হাসপাতালের স্টাফদের হুমকি-ধমকি দিয়ে দীর্ঘদিন ধরে অনৈতিক সুবিধা আদায় করছিলেন। একই সঙ্গে তিনি হাসপাতালের ভিতরে ইয়াবা বিক্রি করতেন। সেনাবাহিনীর কাছে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।
হাসপাতালের তত্বাবধায়ক ডা. এমএ বাশার জানান, "যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। তাদের একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বলে জানতে পেরেছি।"
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, জিদান দীর্ঘদিন ধরে রং ও ইন্টেরিয়র ডিজাইনের কাজ করতো এবং আন্দোলন চলাকালে আহত হয়ে হাসপাতালে দালালি শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী তাকে এবং তার সহযোগী ইকবালকে আটক করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান জানিয়েছেন, "জিদান জেলা কমিটির সংগঠক ছিলো, তাকে আটকের পর আমরা প্রশাসনকে জানিয়েছি তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে এবং তাকে দল থেকে বহিষ্কার করেছি।"
thebgbd.com/NA