ঢাকা | বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষায় দেশ সেরা যে স্কুল

তৃতীয়বারের মতো এসএসসি পরীক্ষার ফলাফলে দেশ সেরা হয়েছে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস স্কুল।
  • | ১৪ মে, ২০২৪
এসএসসি পরীক্ষায় দেশ সেরা যে স্কুল সংগৃহীত

তৃতীয়বারের মতো এসএসসি পরীক্ষার ফলাফলে দেশ সেরা হয়েছে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস স্কুল। এই প্রতিষ্ঠানে ২৯৫ শিক্ষার্থীর সবাই পাস করেছেন, জিপিএ-ফাইভ পেয়েছেন ২৯৪ জন।


টানা তিন বছরের এমন সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা।


রোববার পরীক্ষার ফল ঘোষণার আগে থেকেই বিদ্যালয়ে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। বাঁধভাঙা আনন্দে আত্মহারা সবাই। যোগ হয়েছে দেশ সেরা হওয়ার বাড়তি অর্জন।


শিক্ষার্থীরা জানান, শিক্ষকরা তাদের প্রতিটা ধাপ পার হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিক্ষকদের সহায়তা এবং উৎসাহ তাদের ফলাফলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


দেশ সেরা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করায় শিক্ষার্থীদের পাশাপাশি আনন্দে ভেসেছেন অভিভাবকরাও।


আর শিক্ষকরাও তাদের পরিশ্রমের ফল পেয়ে আবেগাপ্লুত। জানান, পরিশ্রম করলে তার ফল আসবেই।


এনএকেএম হাইস্কুল এন্ড হোমস্ -এর প্রধান শিক্ষক ইমন হোসেন বলেন, আমাদের চমৎকার অর্জনের পেছনে রয়েছে ছাত্রদের পরিশ্রম এবং শিক্ষকদের সহায়তা।


নরসিংদীর মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা জানান, নিয়মানুবর্তিতা এবং কঠোর পরিশ্রমই প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্যের মূলমন্ত্র।


রোববার গণভবনে এসএসসি-সমমানের পরীক্ষার ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এতে গড় পাসের হার ছিলো ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ। যশোর বোর্ডে সর্বোচ্চ পাসের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ। আর সর্বনিম্ন সিলেট বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ।