ঢাকা | বঙ্গাব্দ

নতুন বাণিজ্যক্ষেত্র চায় কানাডা

যুক্তরাষ্ট্র প্রসঙ্গে কার্নি বলেন, ‘নতুন হুমকি এলে তো নতুন ধরনের ভাবনা এবং পরিকল্পনা দরকার হয়।’
  • অনলাইন ডেস্ক | ১০ মার্চ, ২০২৫
নতুন বাণিজ্যক্ষেত্র চায় কানাডা মার্ক কার্নি।

কানাডার নতুন প্রধানমন্ত্রী হলেন মার্ক কার্নি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে হুমকি এলে তার মোকাবিলা করতে নতুন পরিকল্পনা প্রয়োজন। অন্যত্র নতুন বাণিজ্যিক সম্পর্ক তৈরি করবেন বলেও জানিয়েছেন লিবারেল পার্টির নতুন এই উত্তরসূরি।


রোববার দায়িত্ব নিয়েই যুক্তরাষ্ট্র প্রসঙ্গে কার্নি বলেন, ‘নতুন হুমকি এলে তো নতুন ধরনের ভাবনা এবং পরিকল্পনা দরকার হয়। আমরা আরও নির্ভরযোগ্য দেশের সঙ্গে নতুন করে বাণিজ্যিক ক্ষেত্র, সম্পর্ক তৈরি করব।’ যুক্তরাষ্ট্র তাদের পণ্যে বাড়তি শুল্ক আরোপ করলে কানাডাও পাল্টা কর চাপাবে, সাফ জানিয়ে দিয়েছেন কার্নি। তিনি বলেন, ‘মার্কিনিরা যত দিন না আমাদের সম্মান করছে, তত দিন পারস্পরিক শুল্ক থাকবে।’


ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই একাধিক বিষয়ে কানাডা-যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তাপ বেড়েছে। কার্নি জানান, ট্রাম্প কানাডা দখল করতে চাইছেন। সেই উদ্দেশ্য সফল হতে দেওয়া যাবে না। তিনি বলেন, ‘মার্কিনিরা আমাদের পানি, জমি, যাবতীয় সম্পদ লুটে নিতে চায়। ওরা আমাদের দেশটাকেই চায়। ট্রাম্প কানাডার শ্রমিক, তাদের পরিবার এবং কানাডার বাণিজ্যকে বার বার আক্রমণ করছেন। তাকে সফল হতে দেওয়া যাবে না।’ কার্নির বিশ্বাস, হকির পাশাপাশি বাণিজ্যের মাঠেও যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেবে কানাডা।


সূত্র: রয়টার্স


এসজেড