ঢাকা | বঙ্গাব্দ

শেখ হাসিনার বিচার ও সংস্কারের দাবি অব্যাহত রাখবো: আখতার

  • নিজস্ব প্রতিবেদক | ১০ মার্চ, ২০২৫
শেখ হাসিনার বিচার ও সংস্কারের দাবি অব্যাহত রাখবো: আখতার সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, যারা আমাদের ভাইদের নির্মমভাবে নিপীড়ন করেছে, গুলি করেছে, চাপাতি দিয়ে কুপিয়েছে এবং হত্যা করেছে, তাদের বিচার বাংলার জমিনে যেন আমরা দেখে যেতে পারি।


তিনি বলেন, "নির্দেশদাতা সেই খুনি শেখ হাসিনা এখনো ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা এই সরকারের কাছে দাবি জানাচ্ছি, দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যদি তাকে ফিরিয়ে আনা না যায়, তাহলে তাকে আন্তর্জাতিক আদালতে বিচার করা হোক।"


এ মন্তব্যটি তিনি সোমবার (১০ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যদের ইফতার মাহফিলে প্রদান করেন।


আখতার হোসেন আরও বলেন, "আমরা সরকারের কাছে দাবি জানাবো, কোনো ছলচাতুরি করে সংস্কার ও বিচারের দাবিকে রুদ্ধ করা যাবে না। এই মাহফিল থেকে আমরা ঘোষণা করছি, শেখ হাসিনার বিচার এবং সংস্কারের দাবি অব্যাহত রাখবো।"


thebgbd.com/NIT