ঢাকা | বঙ্গাব্দ

হত্যার ঘটনায় বিএনপির তিন নেতা বহিষ্কার

চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়নে বিএনপি নেতা রফিকুল ইসলাম হত্যার ঘটনায় তিতুদহ ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১০ মার্চ, ২০২৫
হত্যার ঘটনায় বিএনপির তিন নেতা বহিষ্কার ছবি : সংগৃহীত।

চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়নে বিএনপি নেতা রফিকুল ইসলাম হত্যার ঘটনায় তিতুদহ ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে চুয়াডাঙ্গার দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।


বহিষ্কারাদেশপ্রাপ্ত নেতারা হলেন, তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক আবুল হাশেম টোটন এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদন্তে উল্লেখিতদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র ও আদর্শ বিরোধী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ মিলেছে, যা দলের শৃঙ্খলা ভঙ্গের এবং দলের সুনাম ক্ষুণ্ন করার জন্য দায়ী। এ কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গঠনতন্ত্র অনুসারে এবং দলের স্বার্থ রক্ষার্থে তাদের পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি এবং দল থেকে বহিষ্কৃত করা হয়েছে।


উল্লেখ্য, গত শনিবার তিতুদহ গ্রামে টিসিবি ও ভিজিএফ বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।



thebgbd.com/NA