তারাবিহ নামাজ সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ এটি এমন সুন্নত যা রাসুল (সা.) সবসময় আদায় করেছেন এবং মুসলিম উম্মাহকে আদায়ের নির্দেশনা দিয়েছেন। তবে এটি ফরজ বা ওয়াজিব নয়।
তারাবিহ না পড়লে গুনাহ হবে কি?
ফকিহদের মতে, যারা নিয়মিত নামাজ পড়ে, তাদের জন্য তারাবিহ ছেড়ে দেওয়া মাকরুহ (অপছন্দনীয়)।
কেউ ইচ্ছাকৃতভাবে সবসময় না পড়লে আল্লাহর বিশেষ রহমত ও সওয়াব থেকে বঞ্চিত হবেন, তবে ফরজ নামাজের মতো গুনাহগার হবেন না।
হাদিসে এসেছে, "যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে কিয়াম (তারাবিহ) করে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়।"(সহিহ বুখারি: ২০০৮, সহিহ মুসলিম: ১৭৪১)
তারাবিহ পড়া সুন্নতে মুআক্কাদা, এটি না পড়লে গুনাহ হবে না, তবে সওয়াব ও আল্লাহর বিশেষ রহমত থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।
thebgbd.com/NA