ঢাকা | বঙ্গাব্দ

‘ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং’

ফাইনাল ম্যাচ শেষ, হার্দিক পান্ডিয়া ও তার দল বিজয়ের উদ্‌যাপনে ব্যস্ত।
  • নিজস্ব প্রতিবেদক | ১১ মার্চ, ২০২৫
‘ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং’ ছবি : সংগৃহীত।

ফাইনাল ম্যাচ শেষ, হার্দিক পান্ডিয়া ও তার দল বিজয়ের উদ্‌যাপনে ব্যস্ত। এমন মুহূর্তে উপস্থাপক যতীন সাপরু এগিয়ে গেলেন হার্দিকের কাছে, তবে ম্যাচ বিশ্লেষণের জন্য নয়, বরং উদযাপনের অনুভূতি জানার জন্য।


যতীন হার্দিককে প্রশ্ন করেন, ‘তুমি তো এখন দলের সিনিয়র ক্রিকেটার। এখনো কি আগের মতো অনুভূতি হয়? জুনিয়রদের উদ্‌যাপন দেখে কী মনে হয়?’ এরপর তিনি কয়েকজন জুনিয়র ক্রিকেটারের দিকে ইঙ্গিত করে বলেন, ‘এই দেখো, এরা তো লাইভে চলে গেছে!’


এই প্রশ্নের উত্তরে হার্দিক পান্ডিয়া মজার ছলে বলেন, ‘হ্যাঁ, ওরা লাইভ করছে। সেখানে বলছে, ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং!’


হার্দিকের এই উক্তি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, কারণ এটি এক বছর আগের একটি বিখ্যাত ঘটনার সঙ্গে জড়িত।


২০২৩ বিপিএল ফাইনালের পর এক বাংলাদেশি উপস্থাপক আন্দ্রে রাসেল, সুনীল নারাইন ও মঈন আলীকে এই প্রশ্ন করেছিলেন। তখন ক্রিকেটাররা প্রশ্নের অর্থ পুরোপুরি বুঝতে পারেননি, তবে সেই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।


এরপর থেকেই ক্রিকেটাররা একে অপরকে মজা করে এই প্রশ্ন করতে শুরু করেন। গত টি২০ বিশ্বকাপের ফাইনালের পরও যুজবেন্দ্র চাহাল ও উপস্থাপক যতীন সাপরু এই বাক্য নিয়ে হাস্যরস করেন। এবার হার্দিক পান্ডিয়াও যোগ দিলেন সেই তালিকায়।


বিভিন্ন টি২০ লিগের ফাইনাল শেষে এখন এই প্রশ্ন যেন এক ধরনের ট্রেডমার্ক হয়ে উঠেছে, যেখানে কেউ না কেউ মজা করেই জিজ্ঞেস করে ফেলেন—‘ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং?’   



thebgbd.com/NA