ঢাকা | বঙ্গাব্দ

নারী কাউন্সিলর লাঞ্ছিত: 'নাসিকের' ওয়ার্ড কাউন্সিলর বরখাস্ত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সংরক্ষিত নারী কাউন্সিলরকে লাঞ্ছিত করার ঘটনায় ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামসুজ্জোহাকে বরখাস্ত করা হয়েছে।
  • | ১৪ মে, ২০২৪
নারী কাউন্সিলর লাঞ্ছিত: 'নাসিকের' ওয়ার্ড কাউন্সিলর বরখাস্ত সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সংরক্ষিত নারী কাউন্সিলরকে লাঞ্ছিত করার ঘটনায় ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামসুজ্জোহাকে বরখাস্ত করা হয়েছে।


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


এর আগে গত ৭ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব শামছুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কাউন্সিলর সামসুজ্জোহাকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।


গত ৫ মার্চ নারী কাউন্সিলর সানিয়া আক্তারকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠে ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামসুজ্জোহা ও তার অনুসারীদের বিরুদ্ধে। ওই ওয়ার্ডে টিসিবি পণ্য নিজেদের লোকদের মধ্যে বিতরণে নারী কাউন্সিলর সানিয়া আক্তারের প্রতিবাদ করায় তাকে লাঞ্ছিত করা হয়।


পরে ভুক্তভোগী নারী কাউন্সিলর সানিয়া আক্তার বন্দর থানায় লিখিত অভিযোগ করেন। তার লিখিত অভিযোগপত্রে কাউন্সিলর সামসুজ্জোহা, তার ভাই জাহাঙ্গীর ও রিপনকে অভিযুক্ত করা হয়। তবে এর একদিন পর কাউন্সিলর সামসুজ্জোহা শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন দাবি করে পাল্টা অভিযোগ করেন ভুক্তভোগীর কাউন্সিলর সানিয়া আক্তারের বিরুদ্ধে।


ঘটনার বিষয়ে সংরক্ষিত নারী কাউন্সিলর সানিয়া আক্তার বলেন, গত বছরের ৯ জানুয়ারি ২ হাজার পরিবারের জন্য আসা টিসিবির পণ্য বিক্রি করে দেন কাউন্সিলর সামসুজ্জোহা। এ কারণে ঘটনার দিন তার ওয়ার্ডে এক হাজার ৯০০ পরিবারের জন্য আসা টিসিবির পণ্য বিতরণের আগে তিনি গণনা করে দেখতে চান। এতে ক্ষিপ্ত হয়ে উঠে কাউন্সিলর সামসুজ্জোহা তাকে অকথ্য ভাষায় গালাগালি ও চড় থাপ্পড় মারেন। তার সচিব নাঈমকেও মারধর করে সামসুজ্জোহার লোকজন


এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) জাকির হোসেন বলেন, টিসিবি পণ্য বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদ করা সংরক্ষিত নারী কাউন্সিলর সানিয়া আক্তারকে শারীরিকভাবে আঘাত করার ঘটনায় এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।


তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। অভিযুক্ত কাউন্সিলরকে বরখাস্ত হওয়ার বিষয়টি আমাদের তরফ থেকে অবগত করা হয়েছে।