নাক-মুখ-ঠোঁটে রক্তের ছিটে ফোঁটা দাগ। মুখ ভর্তি দাড়িতেও রক্তের দাগ। পরনের জামা ছেঁড়া, তাতেও রক্তের দাগ লেগে আছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্যেই দেখা গেছে কন্নড় ইন্ডাস্ট্রির বহুল পরিচিত অভিনেতা চেতন চন্দ্রকে।
গত ১২ মে গ্যাংস্টারের হামলার শিকার হয়েছেন এ অভিনেতা। সেই ঘটনারই কিছু দৃশ্য তুলে ধরেছেন ইনস্টাগ্রামে। একই সঙ্গে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। বিশ্ব মা দিবসে মন্দিরে পুজা দিয়ে মাকে নিয়ে ফিরছিলেন তারা। আর তখনই তাদের ওপর হামলা করা হয় বলে জানিয়েছেন চেতন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী অভিনেতা চেতন ভয়ংকর ঘটনার বর্ণনা সোশ্যালে তুলে ধরে ক্যাপশনে লিখেছেন, খুব খারাপ অভিজ্ঞতা। এর বিচার প্রয়োজন।
এ ছাড়া এ অভিনেতা ভিডিওবার্তায় বলেন, এক ব্যক্তিকে ডাকাতির উদ্দেশে আমাদের গাড়ির দিকে আসতে দেখি। গাড়ির ক্ষতি হচ্ছে দেখে তার দিকে এগিয়ে যাই আমি। এর কিছুক্ষণ পরই এক নারীসহ ২০ সদস্যের একটি দল এসে মারধর করতে থাকে আমাকে। আমাকে এমন মারধর করেছে যে নাক ভেঙে গেছে। পুলিশ প্রাথমিক অবস্থায় সাহায্য করেছে।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেতা চেতন। পুলিশও একজনকে আটক করেছে। একই সঙ্গে ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
প্রসঙ্গত, অভিনেতা চেতন ‘সত্যম শিভম সুন্দরম’ ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়াও একাধিক সিনেমায় দেখা গেছে তাকে।