ঢাকা | বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের নতুন ৮ উপদেষ্টার শপথ, যা বললেন প্রেস সচিব

  • নিজস্ব প্রতিবেদক | ১২ মার্চ, ২০২৫
অন্তর্বর্তী সরকারের নতুন ৮ উপদেষ্টার শপথ, যা বললেন প্রেস সচিব ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আটজনের শপথ গ্রহণের খবর সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (১২ মার্চ) এক ফেসবুক পোস্টে তিনি বিষয়টি স্পষ্ট করেন।


পোস্টে মন্ত্রিপরিষদ বিভাগের একটি বিজ্ঞপ্তির ছবি দিয়ে এটিকে ভুয়া ও বানোয়াট বলে উল্লেখ করা হয়। ছবিতে দেখা যায়, বিজ্ঞপ্তিটি গত ৮ মার্চ ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে মো. ইমরান আলী, ইকবাল করিম ভূঁইয়া, মো. সেলিম হায়দার, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মোসাম্মৎ শামসুন নাহার, মোহাম্মদ আব্দুর রব, ড. মো. তৌহিদুল হাসান এবং মো. জুলফিকার আজিজ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন।


প্রেস সচিব শফিকুল আলম স্পষ্টভাবে জানান, ‘এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া তথ্য। সরকার এখন পর্যন্ত কোনো নতুন উপদেষ্টা নিয়োগ বা শপথ গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।’


একই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপ প্রেস সচিব ফয়েজ আহমেদও, যিনি জনগণকে ভুয়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।


thebgbd.com/NIT