ঢাকা | বঙ্গাব্দ

টানা দুই ম্যাচে তামিমের সেঞ্চুরি

বুধবার (১২ মার্চ) বিকেএসপির পাশের মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আবারও ব্যাট হাতে দ্যুতি ছড়ালেন দেশসেরা ওপেনার।
  • নিজস্ব প্রতিবেদক | ১২ মার্চ, ২০২৫
টানা দুই ম্যাচে তামিমের সেঞ্চুরি ছবি : সংগৃহীত।

বিকেএসপির ৪ নম্বর মাঠে পারটেক্স স্পোর্টিংয়ের বিপক্ষে ম্যাচজয়ী ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলার তিন দিনের মাথায় আরও একটি সেঞ্চুরি উপহার দিলেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল।


বুধবার (১২ মার্চ) বিকেএসপির পাশের মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আবারও ব্যাট হাতে দ্যুতি ছড়ালেন দেশসেরা ওপেনার। তার হার না মানা ১০৫ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটের বড় জয় পেয়েছে মোহামেডান।


ব্রাদার্স ইউনিয়নের দেওয়া ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৪ রানে প্রথম উইকেট হারায় মোহামেডান। ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ, কিন্তু তিনি সুবিধা করতে পারেননি, মাত্র ২ রান করেই ফিরতে হয় তাকে।


তবে একপ্রান্ত ধরে রেখে অভিজ্ঞ তামিম ইকবাল খেলে যান স্বভাবসুলভ ধীরস্থির ও আক্রমণাত্মক ইনিংস। তার সঙ্গে ৭৫ রানে অপরাজিত থেকে মোহামেডানকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাহিদুল ইসলাম অঙ্কন।


thebgbd.com/NA